পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৪:১২ অপরাহ্ণ

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। অপহৃত হওয়ার দশ দিন পর বৃহস্পতিবার (১৪ মার্চ) পার্বতীপুর শহরের বাইপাস সড়কের মামা-ভাগনে হোটেল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

একই দিন আইনানুগ ভাবে তার ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের পর তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। এর আগে তার নিখোঁজ হওয়ায় ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয় ও এ ঘটনায় ১জনকে পুলিশ গ্রেফতার করে ।
থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুরে ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রী নিখোঁজ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলায় মডেল থানা পুলিশ মজিদুল হক নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে।

জানা যায়, পার্বতীপুরের জগনাথপুর জাকেরগঞ্জ এলাকার একাদশ শ্রেণিতে পড়ুয়া মিঠুন (১৭) তার সংঘবদ্ধ দল নিয়ে একই গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়। এই ঘটনার পর ছাত্রীর বাবা আজহার আলী (সরু) পাঁচ জনকে আসামী করে মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পুলিশ একজনকে গ্রেফতার করে। নিখোঁজের ঘটেনাটি ঘটে ৪ মার্চ রাত ৮-৯ টার মধ্যে।

এ ব্যাপারে শুক্রবার সকালে পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, পুলিশি তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। তার ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের পর একই দিন তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ