পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচন কাউন্সিলর পদে আবুল কালাম বিজয়ী

আপডেট: মার্চ ১০, ২০২৪, ১:৪২ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি :
-দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন।

এই নির্বাচনে ৩ জন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন, আবুল কালাম, রেজবাউল ইসলাম টোকন ও মতিয়ার রহমান। শেষ পর্যন্ত এই তিন জন প্রার্থীই চূড়ান্ত ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হন আবুল কালাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবাউল ইসলাম টোকন ভোট পেয়েছে ৪৯৯ এবং মতিয়ার রহমান ভোট পেয়েছেন ১৯৯টি। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সুন্দর ও সুষ্ঠ ভাবে সমাপ্ত হয়েছে।
এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন। ভোট গ্রহণ করা হয়েছে ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ