মান্দায় মালচিং পদ্ধতিতে ফসল চাষ প্রদর্শনীর মাঠ দিবস

আপডেট: মার্চ ৫, ২০২৪, ৯:০২ অপরাহ্ণ


মান্দা প্রতিনিধি:নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে ‘মালচিং’ পদ্ধতিতে ফসল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রদর্শনী খেত তৈরি করা হয়।

সোমবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে চকগোপাল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর প্রশিক্ষণ কর্মকর্তা একেএম মঞ্জুর এ মওলা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিম উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।