বিজয়ের দিন

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ণ

তাসনিয়া আহমেদ

বাংলাদেশে পাক-শাসনের আসন যেদিন টলে,
সেদিনটাকে আজকে সবাই ‘বিজয় দিবস’ বলে।
বিজয় কিন্তু অনেক দামি সহজলভ্য নয়
মুক্তিসেনা বিজয় আনে জয় করে সব ভয়।

লাল সবুজের পতাকাটার আজকে খুঁটি শক্ত
আনতে সেটা, বীর সেনারা দিয়েছিলো রক্ত।
বাংলা মায়ের বীর ছেলেরা ভয় পায়না মোটে
তাদের ত্যাগে সবার মুখে জয় স্লোগান ফোটে।

বিজয় দিবস রক্তে ধোয়া, বীর শহিদের স্মৃতি
বিজয় নিয়েই আজকে লেখা, কবিতা আর গীতি।
বিজয় মাখা ফুলে-পাতায়, বিজয় সবুজ ঘাসে
বছর ঘুরে এদিন যেন বারে বারে আসে।