তাঁরা এবং আরও অনেকে

আপডেট: মার্চ ২৯, ২০২৪, ১২:১১ পূর্বাহ্ণ

নাজিম খোকন

তাঁরা সকলেই আছেন আর স্টিয়ারিং ঘোরাচ্ছেন
ফ্যাল ফ্যাল চেয়ে আছি রাস্তায় ধুলোপায়ে
তাঁরা আয়েসে চ’লে যাচ্ছেন কলার ঝাঁকিয়ে
উর্বশী পরিবৃত্ত হয়ে টুংটাং গ্লাসে শব্দ করে

তাঁরা ও তারা সব্বাই স্কাইস্কাইপ্রারের সুইমিংপুলে
নধর গতর ডুবিয়ে হুইস্কি আর চুড়েটে
বাহুলগ্না ভাসছেন আকাশ নীলে
ভাবছি ও বিস্ময়ে চেয়ে আছি হাভাতের মত

এক এক ক’রে সবাই উঠে যাচ্ছে রকস্কেলিটরে
কেবল আমিই রাস্তায় সস্তার পোশাক পরে
বিমর্ষ প’ড়ে আছি নিজমনঃনান্দনিক ধ্যানে
তারা ত্রাতা আর তুখোড় অভিনেতা পরিচালক

প্রযোজক -নিচ্ছেন ডেকে তাঁদের পছন্দ মাফিক
এক এক করে
সবাই এগিয়ে গেলো, কেবল একাই দাঁড়িয়ে আমি

দেখা গেলো চলচিত্রে হাভাতে ঠাই দাঁড়িয়ে আছি
ধুলো পায়ে কপর্দকহীন আলাভোলা ভিখিরির মত
ওই যেমন ছবির নামলিপি শেষে লেখা থাকে –
‘আরো অনেকে’।