একবিন্দুতে সমান

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

তসিকুল ইসলাম রাজা

হৃদয়ের গভীরে কেউ টোকা মারলে-
টের পাই -আমার বিদায়কাল সন্নিকটে
অযথা বাক্য বিন্যাস আমার কখনো কাম্য নয়
সেজন্যই আমি অস্থির গন্তব্যে যেতে চাই।

তার গ্রামীণ জীবন বড়ই আনন্দদায়ক এবং
বৃক্ষের শরীর নুয়ে আছে তার শ্যামল ছায়ায়
আমি দূরের আকাশ দেখি -তারই শেষ শয্যায়
অতএব, বেলা শেষের গান আর কণ্ঠে ধারণ নেই।

অনেক রাত অবধি বসে থাকি উদোম শরীরে
অহেতুক ঝাড়বাতি জে¦লে লাভ কী বলুন?
অবশিষ্ট সব খরচ বাকির খাতায় লিখে রাখুন।
দিন শেষে রাত হলেই পান্তাভাতের থাল কাঁদে কেন?
আমার আর তার মাধ্যাকর্ষণ শক্তি একই সুতোয় গাঁথা।
জীবন-মরণ ব্যবধান ধনুকের দুই মাথা একবিন্দুতে সমান।