রোদ-ছায়া

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ

রূপোস এলিন


দাও, সান্ত্বনা তোমার। দহনপ্রবাহ ছেড়ে
ভালোবাসা, তাও দিয়ো বেশি বেশি
ওইতো, প্রাণ চলাচলের পথ

কোকিল সব সবময় ডাকে, মৌসুমে একবার
এইপথে, শুধু বসন্ত ঢেলো না

এই পা ছুঁচে থাকে আগুন, কাঁটা
তারপর, ফুল বুকে নিয়ে পার করি রাত

সেটুকু দিলেই, সজ্জিত, সমস্ত বিক্ষিপ্ত
বিন্যস্ত হলে এ জীবন, রোদ-ছায়ায়
ভিজুক না কিছু সময়, ক্ষতি কি, বল ?