বঙ্গবাসী

আপডেট: মার্চ ২৯, ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ

দুলাল আলম

বঙ্গভূমি আলোয় ভরে গেছে
মন। দ্বিগি¦জয়ের মনালাপে
শুধু মিশে আছে,

পদ্মা মেঘনা বয়ে চলে
নিরবে নিভৃতে
জলরাশির রূপালী ঢেউ
মিশে তাই সুভাতে;

সবুজ শ্যামল ছায়াঘেরা
ধূসর ভূমির পরে
শস্য ক্ষেতের তীর্থ
আবাস যেন ভরে,

দুধে-ভাতে মাখামাখি
জীবনযাত্রায় ভবে
ধন্য আমি জন্ম নিয়ে
বাংলা পরে তবে।