বেঁচে থাকা

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ণ

আনন্দ অনু:


লাভ-ক্ষতির হিসেবটা, ওর মুখস্থ
জানালা খুলে বসে থাকে, বাতাস আসুক
রোদ আলো আর কিছু ভালোবাসা আসুক

আসা-যাওয়ার মধ্যে জানুন, বৃষ্টি খুব দরকার
ছায়া মেঘে মাটির শীতলতা, তাও
ওরাতো নোনাজল, বাষ্প হয়, আকাশে ওড়ে
তাহলে, এতো স্বাদুপানীয় কেন? মেঘজল
ও নাকি বিশুদ্ধ, নির্ভেজাল

আমি ওর মত বাষ্প হলে, বিশুদ্ধ হব ?
পাবো, বিশুদ্ধ তোমাকে।
বেঁচে থেকে লাভ অনেক, ভেজাল দেখা যায়
প্রতারণা, ছলনা সবই

একটু বিশুদ্ধতার শ্বাস দাও, ওতে নিজে ডুবে
তারপর ছাড়ি শ্বাস। তখন কোষো বাঁচার হিসেব।