বীর পুরুষ এএইচএম কামারুজ্জামান

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ণ

নাসিমা খাতুন

বাংলার অকুতোভয় নেতা লালমাটির প্রাণ
বীর পুরুষ সে যে এএইচএম কামারুজ্জামান।
হৃদয়ে বাংলাদেশ, চেতনায় মুক্তিযুদ্ধ
বঙ্গবন্ধুর নিত্যসঙ্গী মেধা ও মননে বিশুদ্ধ।
অধিকার আদায়ে তিনি অদম্য-নির্ভিক
দেশ রক্ষায় ঢাল তুলে দেন চারদিক।

জাতীয় চার নেতার এক শ্রেষ্ঠ ইতিহাস
ক্ষণজন্মা এ প্রতিভার, হৃদয় জুড়ে বাস।
বঙ্গবন্ধুর সহযোদ্ধা বাংলার খাঁটি ধন
বাংলা থেকে দিলেন তেড়ে শকুন-পাকিস্তান।
তিনি ছিলেন মন্ত্রী এবং দক্ষ সংগঠক
বঙ্গবন্ধুর আদর্শটা, তাতেই ছিলো ঝোঁক ।

দেশ জ্বলছে তুষের জ্বালায়, যখন সংকটকাল
হাসিমুখে তখন তিনি ধরলেন দেশের হাল।
যুদ্ধে জীবন বিপন্ন তাও, চললো ন’টি মাস
সুখে থাকুক দেশের মানুষ, সুখে করুক বাস।

জনপ্রিয়, আপন মানুষ, সৎ সাহসী জন
নিরহংকার মানুষ তিনি, শুদ্ধ স্বচ্ছ মন।
ধন্য মাতা, ধন্য পিতা, ধন্য দেশের মাটি
এমন ছেলের জন্য হলো দেশটা শীতল পাটি।

স্বাধীনতা সংগ্রামে তাঁর হাজার অবদান
বুকের তাজা রক্ত দিয়ে দিলেন প্রতিদান।
অমর তিনি অক্ষয় প্রাণ, বিশ্ব জুড়ে বাস
মুক্ত বনে আজও ওড়ে ওই সাহসী শ্বাস।