চন্দন বন্ধন

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

সুখেন মুখোপাধ্যায়

লাল সবুজের চন্দন বন্ধন
দোদুল দুলছে বিজয় বাতাসে
অযুত বৎসরের নিষ্ঠুর প্রতীক্ষা
মৈনাক প্রসাদে বর্ণময়
বাংলার জল মাটি অরণ্য আকাশে
অক্ষয় আয়ুধের জলছাপ মহুয়া বিতানে বাক্সময়
শিবরঞ্জনী বাজছে শীতের পাড়ায়
সাঁওতাল রমণীর গালে ক্যামেলিয়া রঙ ছড়াচ্ছে
সতরঞ্চের হিসেবী চালে পশ্চিমাশাহী
এখন ইতিহাসের হিরণ্যকশিপু

লাল সবুজের এই অহংকার আমার চাঁদমালা
আমি ঘাসের চাদরে পা রেখে লাল টিপ কপালে পরে
প্রণতি জানাই আমার সত্যম সুন্দরম বিজয় পতাকাকে
হে পুরুষকার তোমার প্রশস্ত উদার উঠোনে
সেদিন পালা বদলের আসর বসেছিলো
শত সহস্র নক্ষত্র মানুষ সেখান থেকে তোমার ওম নিয়ে
যুথবদ্ধ হয়েছিলো ইস্পাত দৃঢ় প্রত্যয়ে
আমিও আবিষ্ট লাল সবুজের রণকথনে
উৎফুল্ল পতাকার হিল্লোল স্পিফনে

তোমার দ্রোহী আলিঙ্গনে
জনতার ময়দানে তোমার লাল সবুজ যেন
ময়ালের সম্মোহন, অনায়াসে গ্রাস করে নিলো নির্দয় অন্ধকার
ছড়ালে আলোর ফুলকি হাটে মাঠে বাটে
সজনে পাতায় জারুলের ডালে
এঁকে দিলে জয়চিহ্ন অশ্রুক্লিষ্ট জননীর গালে
তোমার যে তর্জনী তোপে তক্ষক হয়েছিলো ফণিহারা, মনিহারা
সুনিপুণ নখের ডগায় আজও তার চানমারি চলে।