দুঃখ জাগানিয়া সুখকর স্মৃতি

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ

আনোয়ার কামাল

মানুষ ডানায় ভর করে উড়ে যায়, কী পায়?
গভীর ক্ষতে পুষে রাখা বেদনা কী প্রশমন হয়?
তবুও মানুষ উড়ে যায়- নীল বেদনার নদীতে
সাঁতার কাটে- চিৎসাঁতার… কাতসাতার…!
ডুবসাঁতারও দেয় জীবনভর।

মানুষের উড়ে যাওয়া- ক্ষণকাল সাঁতার দেওয়া
উড়ে উড়ে- ভেসে ভেসে- হারিয়ে যাওয়া
সে কার জন্য? কার জন্য এতো প্রেমময় নির্জনতা?

আমারও সাধ জাগে- কিছু বেদনা নৈঃশব্দ্যে
ঢেকে রাখি; কিছু সুখ মুঠ ভরে তোমাকে দেই
সুখ আর বেদনা ভাই-বোন- ওদের এতো অমিল!

এখনও মুহূর্তের দুঃখ জাগানিয়া
অনাবিল আনন্দের রেশমি পাখনায়
সুখকর স্মৃতিগুলো পুষে রাখি।